গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও গ্রামের কবরস্থানের পাশে থেকে বুধবার গামছা দিয়ে বাঁধা এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার কারেছে পুলিশ। নিহত অটোরিকশা চালকের নাম শাহীন (২২)। নিহত শাহীন একই গ্রামের আম্বর আলীর ছেলে।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন শাহীন। পরে মধ্যরাতে পুনরায় গ্যারেজের কাছে গিয়ে চা খাওয়ার পর আবারও রিকশা নিয়ে বের হয় সে।
সকালে বালীগাঁও গ্রামের কবরস্থানের পাশে তার লাশ গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে রাতে শাহীনকে শ্বাসরোধে হত্যা করে বালীগাঁও এলাকায় লাশ ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতের নাক-মুখে আঘাতের চিহ্ন রয়েছে এবং হাত-পা ও চোখ গামছা দিয়ে বাঁধা ছিল।