পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ফারুক আহমদকে (৩০) জবাই করে হত্যা করেছে স্ত্রী হোসনা বেগম (২৮) ও তার সহযোগীরা। সিলেটের সীমান্ত এলাকা কানাইঘাট উপজেলার বাউরভাগ দ্বিতীয়খন্ড গ্রামে হত্যাকাণ্ডের দুই দিন পর বুধবার ভোরে সেফটি ট্যাংকের ভেতর থেকে স্বামী ফারুকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চার সন্তানের জননী ফারুকের স্ত্রী হোসনাকে আটক করেছে পুলিশ।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, পরকীয়ায় বাধা দেওয়ায় হোসনা বেগম ও প্রেমিক মোস্তফা মিলে রবিবার দিবাগত রাতে ফারুক আহমদকে জবাই করে হত্যা করে। পরে তার লাশ পাশের গোরকপুর গ্রামের প্রবাসী মাসুক আহমদের সেফটি ট্যাংকে ফেলে দেয়। এ ঘটনায় মঙ্গলবার নিহত ফারুকের স্ত্রীকে আটক করা হয়।
পুলিশের কাছে দেওয়া স্ত্রী হোসনার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোরে ফারুকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোস্তফাসহ তার সহযোগীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।