টাঙ্গাইল পুলিশ লাইনসের এক নারী পুলিশ সদস্য নিজকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। বুধবার তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম জানান, টাঙ্গাইল পুলিশ লাইনসের কনস্টেবল শারমিন আক্তার (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বুধবার দুপুরের দিকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাশের সুরতহাল রিপোর্ট করেন।তার পরিবারকে খবর দেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শারমিন আক্তারের বাড়ি ঢাকার ধামরাই। পরবর্তীতে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তদন্তের পর তা জানা যাবে বলে তিনি জানান।