দিনাজপুরের কাহারোলে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-দিনাজপুরের বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে আব্দুল খালেক ওরফে বাকী (৪২)ও একই এলাকার আজমল হকের ছেলে নাসিম হাবিব (২৫)।
কাহারোল থানার ওসি আইয়ুব আলী জানান, সকালে ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়িতে নতুন তৈরি করা সেপটিক ট্যাংকের ভেতরে নেমে সাটার খুলছিলেন ২ শ্রমিক। এ সময় ভেতরে একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আরেকজন শ্রমিক তাকে উদ্ধার করতে সেফটিক ট্যাংকের ভেতরে নামেন। এ সময় ২ জনই অসুস্থ হয়ে ভেতরেই মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাহারোল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।