নোয়াখালী জেলার চাটখিলের রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের মুন্সি রাস্তায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরো ২০ জন।
জানা যায়, বুধবার সকালে সোনাপুর-রামগঞ্জ সড়কে চলাচলকারী জননী পরিবহনের একটি বাস রামগঞ্জ যাওয়ার সময় মুন্সি রাস্তায় আসলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন বেগমগঞ্জ উপজেলা মিরওয়ারিশপুর গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে জাফর (৩৫), সোনাইমুড়ির নাওতলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে নূর আলম (৩৫)। এদিকে নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের লাশ উদ্ধার করে। পরে আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রেরণ করে।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।