জিএম কাদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রসমাজের ধাওয়া পাল্টা ধাওয়া

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) বলেছেন, আজকের ছাত্র আগামীর ভবিষ্যৎ। তরুণ ও ছাত্ররাই পারে এরশাদের আদর্শ ও জাপা শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে।

বুধবার দুপুরে বনানীর দলীয় কার্যালয়ে জাপার নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ছাত্রসমাজের নেতৃবৃন্দ শুভেচ্ছা জানাতে এলে ছাত্রনেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জাপার মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য এমএ কাশেম, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, হাসিবুল ইসলাম জয়, শফিকুর রহমান শফিক, নোমান মিয়া, শফিউল্লাহ শফি, মনিরুল ইসলাম মিলন, ফখরুল আহসান শাহাজাদা, আব্দুল হামিদ ভাসানী, সৈয়দ ইফতেখার আহসান, মিজানুর রহমান মিরু, মোড়ল জিয়া, ইয়াসিন মিছবাহ, শাহ-ই-আজমসহ ছাত্রসমাজের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে মুল অনুষ্ঠান শুরুর পূর্বে সভাস্থলেই ছাত্রসমাজের দুটি গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে উত্তেজিত কর্মীরা ছাত্রসমাজের কেন্দ্রীয় আহ্বায়ক মোড়ল জিয়াকে লাঞ্চিত করেন। সভায় উপস্থিত সাবেক ছাত্রনেতারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রসমাজের উভয় পক্ষের সাথে বৈঠক করেন। ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেন বনানী জাপা অফিসে। এ পরিস্থিতির জন্য যারাই দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।জিএম কাদেরকে শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রসমাজের ধাওয়া পাল্টা ধাওয়া

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top