নোয়াখালী ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

নোয়াখালী ও চাঁদপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

আজ বুধবার সকালে দুর্ঘটনা দু’টি ঘটে।

চাঁদপুর সংবাদদাতা জানান, চাঁদপুরে সিএনজি অটোরিকশা ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশারটি এক যাত্রী এবং চালক নিহত হয়েছে।

আজ বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলার বাগড়াবাজার এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- পঞ্চড়র জেলার ফখিলাগার গ্রামের সহিদুল ইসলামের ছেলে যাত্রী মোজাম্মেল (২৩) ও চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম পোয়া গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে সিএনজি চালক রফিক গাজী (৪০)।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, ফরিদগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি চাঁদপুর আসার সময় পথিমধ্যে বাগড়া বাজার এলাকা অতিক্রমকালে বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি যাত্রী ও চালক নিহত হয়। বালুর ট্রাকটি আটক করা যায়নি। মামলার তদন্ত হিসেবে ট্রাকটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নোয়াখালীর চাটখিলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১০-১২ জন।

আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার চাটখিল-রামগঞ্জ সড়কের মুন্সিরাস্তা নামক স্থানে জননী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top