পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্ত্বরে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। সোমবার বাদ আসর ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ মেলার উদ্বোধন করেন। এ সময় ভারপ্রাপ্ত ধর্মসচিব কাজী হাসান আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, প্রকাশনা বিভাগের পরিচালক ড. মুহাম্মদ আবদুস সালাম এবং মসজিদ ও মার্কেট বিভাগের পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার উপস্থিত ছিলেন। মেলা উদ্বোধন করে ধর্ম প্রতিমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের মেলায় ৬২ টি স্টল অংশগ্রহণ করছে। মেলা প্রতিদিন সকাল ১০ টা রাত ৮ টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এ মেলার আয়োজন করে থাকে।
মেলায় পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিস গ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ স্থান পেয়েছে। এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের স্টলে আকর্ষণীয় কমিশনে পবিত্র কুরআনের অনুবাদ, তাফসীর, হাদিসসহ বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ বিক্রয় করা হচ্ছে।