নড়াইলে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য ছাত্রী ইলা খান আত্নহত্যা করেছে। ইলা সদর উপজেলার গারোচোরা গ্রামের আজিজার খানের মেয়ে। সোমবার ফলাফল প্রকাশিত হওয়ার পর বিকেলে বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে ইলা।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইলা এবার নড়াইল সরকারি বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের দেখা যায় ইলা পদার্থ বিজ্ঞানে ফেল করেছে। ফলাফলের পর তার বাবা-মা অসন্তোষ প্রকাশ করে ভৎর্সনা করেন।
এক পর্যায়ে তার মা বলে, ‘আমি যেন তোর মরা মুখ দেখি’। এরপর ইলা ঘরের মধ্যে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্নহত্যার পথ বেছে নেয় বলে জানা যায়।
শাহাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু জানান, সোমবার রাতেই ইলার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।