এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এবছর কমেছে জিপিএ-৫ পাওয়ার শিক্ষার্থীর সংখ্যা। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গতবছর ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। ফলে গত বছরের চেয়ে এবছর জিপিএ-৫ কম পেয়েছে ৫ হাজার ৩৫ জন।
সোমবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য দেন।
দীপু মনি জানান, এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এবছর পাসের হার বেড়েছে ৪.৪৩ শতাংশ। এবছর পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন, যেখানে গত বছর পাস করেছিল ১৫ লাখ ৭৬ হাজার ১০৪ জন। অর্থ্যাৎ এবছর বেশি পাশ করেছে ১ লাখ ৭৩ হাজার ৬১ জন।