প্রতিপক্ষ গ্রুপের নেতার উপর হামলার ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৯ কর্র্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্টার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৩০ এপ্রিল অভিযুক্তদের সাময়িক বহিষ্কার করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বহিষ্কৃত সকলেই শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের অনুসারী। গত ২৩ মার্চ বাংলা বিভাগের শিক্ষার্থী ও বাংলা বিভাগ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রাজীব সরকারের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে সাখাওয়াত গ্রুপের কর্মীরা।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কৃতরা হলেন ইংরেজি বিভাগের মো: রিশাদ, আইপিই বিভাগের মাহবুব আল আমিন, বাংলা বিভাগের কাওসার আহমেদ সোহাগ, লোকপ্রশাসনের সুমন মিয়া, সুজন চন্দ্র বৈষ্ণব, আব্দুল বারি সজিব, সিএসই বিভাগের ইফতেখার আহমেদ রানা, সমুদ্রবিজ্ঞান বিভাগের আমিনুল ইসলাম ও সমাজকর্ম বিভাগের মোস্তাকিম আহমেদ।