স্টাফ রিপার্টার : প্রতিবছরের ন্যায় এবারো সাফল্য ধরে রেখেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। ঢাকা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় এবারো শতভাগ পাস করেছে প্রতিষ্ঠানটি থেকে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। শুধু একজন পেয়েছে এ গ্রেড।
এছাড়া বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯৭ জন পাস করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। ময়মনসিংহ জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ২২২ জন। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে ১৩০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ পাশের মাধ্যমে জিপিএ+৫ পেয়েছে ৬৫ জন। গভ: ল্যাবরেটরী হাই স্কুল ১২৭ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে পাস করেছে ১২৪ জন। এরমধ্যে জিপিএ+৫ পেয়েছে ৬৫ জন। কাঙ্খিত ফল পেয়ে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।