স্টাফ রিপোর্টার : ৫ মে অনুষ্ঠিত্ব ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ৩৩ জন কাউন্সিলর ও ১১ জন নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
নির্বাচিতরা হচ্ছেন, ১ নং ওয়ার্ডে আসাদুজ্জামান বাবু, ২ নং ওয়ার্ডে গোলাম রফিক দুদু, ৩ নং নম্বর ওয়ার্ডে শরীফুল ইসলাম, ৪ নং ওয়ার্ডে মাহবুবুর রহমান দুলাল, ৫ নং ওয়ার্ডে নিয়াজ মোর্শেদ, ৬ নং ওয়ার্ডে সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ৭ নং ওয়ার্ডে আসিফ হোসেন, ৮ নং ওয়ার্ডে ফারুক হাসান, ৯ নং ওয়ার্ডে শীতল সরকার, ১০ নং ওয়ার্ডে তাজুল আলম, ১১ নং ওয়ার্ডে মো. ফরহাদ আলম, ১২ নং ওয়ার্ডে আনিসুর রহমান, ১৩ নং ওয়ার্ডে দেলোয়ার হোসেন, ১৪ নং ওয়ার্ডে ফজলুল হক, ১৫ নং ওয়ার্ডে মাহবুব আলম হেলাল, ১৬ নং ওয়ার্ডে আব্দুল মান্নান, ১৭ নং ওয়ার্ডে কামাল খান, ১৮ নং ওয়ার্ডে হাবিবুর রহমান হবি, ১৯ নং ওয়ার্ডে আব্বাস আলী মন্ডল, ২০ নং ওয়ার্ডে সিরাজুল ইসলাম, ২১ নং ওয়ার্ডে মোস্তফা ফারুক, ২২ নং ওয়ার্ডে মোস্তাফা কামাল, ২৩ নং ওয়ার্ডে সাব্বির ইউনুস, ২৪ নং ওয়ার্ডে আমিনুল ইসলাম, ২৫ নং ওয়ার্ডে মনোয়ার হোসেন বিল্পব, ২৬ নং ওয়ার্ডে শফিকুল ইসলাম, ২৭ নং ওয়ার্ডে শামছুল হক লিটন, ২৮ ওয়ার্ডে কায়ছার জাহাঙ্গীর আকন্দ, ২৯ নং ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৩০ নং ওয়ার্ডে আবুল বাশার, ৩১ নং ওয়ার্ডে আসাদুজ্জামান জামাল, ৩২ নং ওয়ার্ডে এমদাদুল হক মÊল, ৩৩ নং ওয়ার্ডে শাহজাহান।
সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরা হলেন সেলিনা আক্তার (১.২.৩ ওয়ার্ড), শাম্মী আক্তার মিতু(৪.৫.৬ ওয়ার্ড), হামিদা পারভীন(৭.৮.৯ ওয়ার্ড), রোকশানা শিরীন (১০.১১.১২ ওয়ার্ড), রোকেয়া হোসেন (১৩.১৪.১৫ ওয়ার্ড), রোকশানা পারভীন কাজল (১৬.১৭.১৮ ওয়ার্ড), শামীমা আক্তার (১৯.২০.২১ ওয়ার্ড), শাহনাজ বেগম (২২.২৩.২৪ ওয়ার্ড), আইরীন আক্তার (২৫.২৬.২৭ ওয়ার্ড), কাওছার জান্নাত (২৮.২৯.৩০ ওয়াডর্), ফারজানা ববি (৩১.৩২.৩৩ ওয়ার্ড)।
প্রকাশ, ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।