ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক কারবারীদের মধ্যে গোলাগুলিতে ডাবলু নামের এক মাদক কারবারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ডাবলু উপজেলার রেল স্টেশন পাড়ার আত্তাব আলীর ছেলে।
পুলিশ জানায়, কোটচাঁদপুর উপজলার কাগমারী নামক স্থানে গোলাগুলি হচ্ছে এমন খবরে সেখানে পৌঁছায় পুলিশ। পরে স্থানীয়দের সাথে নিয়ে সেখানে তল্লাশী চালানোর সময় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সে সময় ঘটনাস্থল থেকে একটি শুটার গান, এক রাউন্ড গুলি, ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
পরে সকালে থানায় এসে স্থানীয়রা নিহত ব্যক্তিকে মাদক কারবারী ও ডাকাত ডাবলু’ বলে শনাক্ত করে। নিহত ডাবলুর বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে।