নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইকের চালক মিন্টু হোসেন (৩০) এবং ইজিবাইকের দুই যাত্রী আফতাব হোসেন(৩৫) ও আবদুর রহিম (২৬)। তাদের বাড়ি সৈয়দপুরের উত্তরা আবাসনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে নিহত হন ইজিবাইক চালক মিন্টু। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় অপর দুই যাত্রী। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।
ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা।