ঢাকাThursday , 2 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের উন্নয়নে দিশেহারা বিএনপি : হানিফ

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি একটি মিথ্যাচারীর দল, তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নে দিশেহারা হয়ে চরম মিথ্যাচার করছেন। তারই অংশ হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতু ও চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশের টানেল দরকার নেই বলে মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় চট্টগ্রামের সাতকানিয়ায় আয়োজিত গণসংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন। সাতকানিয়ার কেরানীহাট চত্বরে উপজেলা আওয়ামী লীগ এই গণ-সংবর্ধনার আয়োজন করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যাচার বন্ধ করে নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করার আহবান জানিয়ে মাহবুব-উল আলম হানিফ বলেন, আপনারাও ক্ষমতায় ছিলেন, উন্নয়ন করতে পারেননি। হাওয়া ভবন খুলে দেশের সম্পদ লুটে খেয়েছেন।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি ব্যারিস্টার বিপ্লব বডুয়া ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রফেসর ডক্টর আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি, মুক্তিযাদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি, জাফর আলম এমপি, ওয়াসিকা আয়েশা খাঁন এমপি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।