মানুষ জীবন দিলেও অধিকার আদায় হচ্ছে না : ভিপি সাইফুল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু শ্রমিকের আত্মত্যাগের কারণে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু আজ হাজার হাজার মানুষ গণতন্ত্র ও ভোটের অধিকার আদায়ে জীবন দিলেও দাবি মানা হচ্ছে না।

তিনি বলেন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহারে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। সবাই ওইক্যবদ্ধভাবে রাজপথে নামলে বিজয় হবেই। তিনি জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার আয়োজিত পৃথক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে শ্রমিক দলের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে। শ্রমিকদের আন্দোলনেই এ সরকারের পতন ঘটাতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বগুড়া জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া শহর শ্রমিক দলের সভাপতি লিটন শেখ বাঘা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম, বিএনপি নেতা আলিমুর রাজি তরুণ, ফারুকুল ইসলাম ফারুক, ফজলুল হক উজ্জল, ছাত্রদলের আবু জাফর জেমস, সেলিম, শ্রমিক দল বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সহ-সভাপতি সোহরাব হোসেন লাইজু, মাহবুবুর রহমান সাঈদ, সুলতান হোসেন, সাইদুল কবির, শহিদুল ইসলাম অ্যাম্বুলেন্স, শাহিন, রফিকুল ইসলাম, মাফরুজ্জামান ওমেক্স, শহিদুল ইসলাম সহিদ, সাংবাদিক মির্জা সেলিম রেজা, কেন্দ্রীয় জাগপা নেতা- শামীম আক্তার পাইলট প্রমুখ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top