বাবর আজমের সেঞ্চুরিতে প্রথম টি-টোয়েন্টিতে ৫৮ রানে কাউন্টি ক্রিকেট ক্লাব লিচেস্টারশায়ারকে পরাজিত করেছে পাকিস্তান। জয়ের দিন বাবর খেললেন ৬৩ বলে ১০১ রানের ম্যাচ বিজয়ী ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে ময়দানে নামার আগে দুটি ওডিআই প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তান। ওডিআই প্রস্তুতি ম্যাচ শেষে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলারও সিডিউল ছিল। বুধবার প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে গ্র্যাস রোড স্টেডিয়ামে টসে জিতে লিচেস্টারশায়ার ব্যাটিংয়ে পাঠায় সারফরাজ আহমেদের দলকে।
ওপেনিংয়ে নেমে ফখর জামান ও বাবর আজম মিলে গড়েন ১০১ রানের জুটি। ৩০ বলে ৭চার ও এক ছয়ে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে বেন মাইকের শিকার হন ফখর। তবে আউট হওয়ার আগে দলকে বড় সংগ্রহের পথ দেখিয়ে গেছেন এই ওপেনার। ওয়ানডাউনে নেমে আসিফ আলি- বাবর আজমের সঙ্গে মিলে গড়েন ৫৫ রানের জুটি। ১৫ বলে ব্যাক্তিগত ২২ রান করে আউট হোন আসিফ। ফাহিম আশরাফ করেন ১১ রান। মাঠে থিতু হয়ে বাবার আজম ইনিংসের ১৯তম ওভারে তুলে নেন সেঞ্চুরি। ৬৩ বলে ১৩ চার ও দুই ছক্কায় ১০১ রানের ঝড়ো ইনিংসের সুবাধে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ ২০০ রানের বড় পুঁজি।
লিচেস্টারশায়ারের বোলারদের মধ্যে বেন মাইক ৩টি ও ডেইটার কেইন নেন ২টি উইকেট।
২০১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লিচেস্টারশায়ারের। ইনিংসের প্রথম ওভারে দলীয় ২ রানের মাথায় ওপেনার জর্জ মানসী শিকার হন ইমাদ ওয়াসিমের। দলের ৩১ রানের মাথায় আরেক ওপেনার হ্যারি দার্দান ব্যক্তিগত ৯ রানে ফাহিম আশরাফের বলে হারিস সোহলকে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। এভাবেই নিয়মিত উইকেট হারাতে থাকে লিচেস্টারশায়ার। মার্ক কোসগ্রোভের ১৯ , শেষ দিকে মাইক বেনের ২৬ বলে ৩৭ ও ক্যালাম পার্কিনসনের ২২ বলে ২৭ রানে ১৯ দশমিক ২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয় দলটি।
পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম ও ফাহিম আশরাফ দুটি করে উইকেট শিকার করেন।