দুর্যোগ মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান বিএনপির

ঘূর্ণিঝড় ফণীর মতো প্রলয়ঙ্কারী দুর্যোগ মোকাবিলায় সরকারের প্রস্তুতি নেই বলে অভিযোগ করে এ ব্যাপারে উপকূলীয় এলাকাসহ সর্বস্তরের নেতাকর্মীদের আগাম প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ঘূর্ণিঝড় ফণীর মতো প্রলয়ঙ্কারী দুর্যোগ আসন্ন জেনেও সরকার তা মোকাবেলা করতে কোনো প্রকার প্রস্তুতি গ্রহণ করেনি।

তিনি বলেন, ‘যেকোনো দুর্যোগ-দুর্বিপাক মোকাবেলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল থাকলেও সেই কাউন্সিল ফণী নিয়ে কোনো মিটিং করেনি।’

রিজভী অভিযোগ করে বলেন, ‘উপকূলীয় জেলা পর্যায়ে জরুরি সভা নেই। তিন বাহিনী, গোয়েন্দা সংস্থা, কোস্টগার্ড- এদের নিয়ে কোনো সভা করা হয়নি। উদ্ধার কাজেও কোনো প্রস্তুতি গ্রহণ করা হয়নি। উদ্ধারকর্মী, উদ্ধার যান, খাবার পানি এসবের কোনো প্রস্তুতিই দেখা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকতে সফলতার সাথে সরকার পরিচালনা করেছে। দেশনেত্রী চার বার শপথ নিয়ে দেশসেবা করেছেন। পুরো শাসন পিরিয়ডে জাতীয় দুর্যোগ-দূর্বিপাকে দেশনেত্রী তৎপর থাকতেন। মিটিংয়ের পর মিটিং, নির্দেশনা, এমনকি রাতভর জেগে উদ্ধার কাজে নিয়োজিতদের মনিটরিং করেছেন।’

রিজভী বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট রাষ্ট্রীয় সফরে বেগম খালেদা জিয়া চীনে থাকাকালীন সময়ে সিরিজ বোমা হামলার সংবাদ পেয়ে সফর সংক্ষিপ্ত করে দেশে চলে এসেছিলেন।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘দেশ শাসনে কতৃত্ববাদী কর্তৃপক্ষ থাকলে জনকল্যাণমূলক কোনো কাজ হয় না। জনগণের প্রতি ভোটারবিহীন সরকারের কোনো দায়-দায়িত্ব থাকে না। দেশের মানুষ বাঁচলো কি মরলো তাতে স্বৈরাচারী সরকারের কোনো যায় আসে না।’

রিজভী বলেন, ‘লুট ও দখলের প্রতিযোগিতায় অবতীর্ণ বর্তমান সরকারের আমলে চারদিকে শুধু মৃত্যুরই ছবি। কারণ সর্বত্র বেআইনি দুষ্কৃতকারীদের আধিপত্য বিরাজমান।’

তিনি বলেন, ‘ফণীর ন্যায় একটি বড় দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকাসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আগাম প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’ ঝড় আঘাত আনার পূর্বেই উপকূলের অসহায় মানুষদের নিরাপদ স্থানে পৌঁছে দেয়ার জন্য আহ্বান জানান তিনি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top