ঢাকাThursday , 2 May 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে প্রধানমন্ত্রী : আ’লীগের ফুলেল শুভেচ্ছা, বিএনপির প্রতিবাদী বিক্ষোভ

Link Copied!

দশ দিনের সরকারি সফরে ব্রিটেনের রাজধানী লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। লন্ডন সময় স্থানীয় সময় বুধবার স্থানীয় সময় ৩টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছায়।

ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিমসহ হাইকমিশনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীরা হিথ্রো বিমান বন্দরে উপস্থিত ছিলেন। এদিকে শেখ হাসিনার আগমন উপলক্ষে হিথ্রো বিমানবন্দরে প্রতিবাদী বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই সফরে শেখ হাসিনার সঙ্গে আছেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিথ্রো বিমান বন্দরে এসে পৌঁছলে বাইরে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে জড়ো হয়।

এ সময় সেখানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকের নেতৃত্বে দলের নেতাকর্মীরা হাসিনার বিরুদ্ধে শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির বিক্ষোভ প্রতিরোধ করতে গেলে ব্রিটিশ পুলিশ বাধা দেয়।

ব্রিটিশ পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষার দায়িত্ব তাদের। আর যারা বিক্ষোভ করছে সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে যাতে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ না হয় সেজন্য পুলিশ দু’পক্ষকে রাস্তার দু’পাশে অবস্থান করতে বাধ্য করে। কিন্তু বিএনপির নেতা কর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে প্রধানমন্ত্রীর গাড়িতে ডিম ও পানির বোতল নিক্ষেপ করে।

বিক্ষোভে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সেক্রেটারি কায়সার এম আহমেদ, মুজিবুর রহমান মুজিব, কামাল উদ্দিন, খসরুজ্জামান খসরু, মহিলা দলের আহবায়ক অঞ্জনা আলম ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তারিকুল ইসলাম, বিএনপি নেতা সাইফ উল্লাহ, মোঃ মাহবুবুল আলম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের মোঃ রাকিব হাসান, মোহাম্মাদ সাদিকুর রহমান, জাহাঙ্গীর আলম মজুমদার, মোঃ আব্দুস সামাদ, এস এম ওমর পারভেজ, মোঃ মহিন উদ্দিন, মোঃ বেলাল হোসাইন পাশা, মোঃ সেলিম রেজা, শেখ কামরুজ্জামান, ইমামুল আরাফাত হিমেল, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ মিজানুর রহমান ফরমান, মোঃ খালেদ মাহমুদ রাকিব, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আশিকুল ইসলাম, মোহাম্মেদ আরিফ হোসাইন, রাজু আহমেদ, রুবেল আহমেদ, সাবেক শিবির নেতা নাওশিন মোস্তারী মিয়া সাহেব, কাজী মোঃ নুরুজ্জামান, আলী শাহজাদা, মোঃ রাশেদ খান, শাকিল মিনহাজ, সুয়াইবুর রহমান, রাসেল হোসাইন, মোঃ আল আমীন, মাছউদুল হাসান, আলী হুসাইন, ওমর ফারুক, জাকির হোসেন, মোঃ কবির উদ্দিন, সামিউজ্জামান সিদ্দিকী, যুবদল নেতা আব্দুল আলীম, শরীফ মোহাম্মদ করিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ শামীম পারভেজ জুয়েল, মারুফ হোসাইন, মোঃ মিলন, দেলোয়র হোসাইন, হোসেন ইমাম তৌফিক, ইস্ট লন্ডন বিএনপি নেতা মোঃ হাসনাইন, মোঃ তানজিল ইসলাম, আল নাহিয়ান বিন মুরাদ, মোহাম্মদ রিফাত মাহমুদ ভূঁইয়া, সালমান সাদী, মোঃ হাসান মোরশেদ, সৈয়দ তারেক আহমদ, মোঃ আব্দুল মুকিত রাজিব, সাদিয়া কিবরিয়া, হাবিবুর রহমান, মুহাম্মদ মুজাহিদ খালেদ (পাভেল), জামাল মিঞা, এম এ শামীম, কাজী ফয়সল আহমেদ, দেলোয়ার হোসাইন, তানবিন আহমেদ, মোহাম্মদ তারেক ইকবাল, মোঃ সালাহ উদ্দিন, মোঃ রাসেল মাহমুদ, দেলোয়ার হোসাইন প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বন্দর থেকে সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলে যান। সেখানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতারা তার সঙ্গে দেখা করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, দলের নেতাদের মুজিববর্ষ পালনে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রবাসী বাংলাদেশি প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও আদর্শ পৌঁছে দিতেও প্রবাসী নেতাদের তাগিদ দেন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা হরমুজ আলী, আনোয়ারুজ্জামান চৌধুরী, এম এ রহিমসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, এই সফরে লন্ডনে ছোট বোন শেখ রেহানার পরিবারের সঙ্গেও সময় কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ছেলে সজীব ওয়াজেদ জয় এবং তার স্ত্রীসহ ছেলে-মেয়েরা লন্ডনে অবস্থান করছেন। চোখের চিকিৎসা ও পারিবারিক সময় কাটানোসহ দুই দেশের রাষ্ট্রীয় উচ্চপর্যায়ে একান্ত বৈঠকও করবেন শেখ হাসিনা।

শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক গত জানুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। নাতির সঙ্গে এবারই প্রথম দেখা হবে নানী শেখ হাসিনার। টিউলিপ তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন রাফায়েল মুজিব সেন্ট জন পার্সি। আর বড় মেয়ে আজালিয়া জয় পার্সির বয়স এ মাসেই তিন বছর পূর্ণ হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।