বিশ্বকাপ মিশনের শুরুতেই ক্ষমা চাইলেন মাশরাফি

দিনক্ষণ গণনা শেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেলো। অবশ্য বিশ্বকাপ শুরুর আগে আগামী সপ্তাহে আয়াল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ, তারপরেই ১৮ বাংলাদেশ যাবে ইংল্যান্ডে। যেহেতু আয়ারল্যান্ড সফরের পর আর দেশে ফেরা হচ্ছেনা টিম টাইগারদের, তাই এই সফর থেকেই বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেলো। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে খেলোয়াড়রা জানিয়ে গেলেন তাদের অনুভূতির কথা।

মাশরাফি বিন মুর্তজা
‘বাংলাদেশ দল যাচ্ছে বিশ্বকাপ খেলতে, সবাই দোয়া করবেন। ভুল-ত্রুটি কিছু হলে ক্ষমা করবেন। সবাই একসঙ্গে বাংলাদেশ দলের পাশে থাকবেন। ইনশা আল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব।’

মোস্তাফিজুর রহমান
‘বিশ্বকাপ একটা বড় ইভেন্ট। বড় ইভেন্টে বড় লক্ষ্য নিয়েই যেতে হয়। আমরাও বড় লক্ষ্য নিয়ে যাচ্ছি। দোয়া করবেন যেন লক্ষ্যটা পূরণ করতে পারি।’

সৌম্য সরকার
‘বড় মঞ্চে নিজেকে মেলে ধরার চেষ্টা করব। লক্ষ্য থাকবে লম্বা ইনিংস খেলার, ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখার। এটা আমার দ্বিতীয় বিশ্বকাপ। অবশ্যই আগে থেকে এবার প্রত্যাশা বেশি। আগে যেসব ভুল করেছি, সেগুলো এবার করা যাবে না।’

সাব্বির রহমান
‘অবশ্যই ভালো করার চেষ্টা করব। আগে যেভাবে ভালো খেলেছি, চেষ্টা করব এ বিশ্বকাপেও সেভাবে খেলতে।’

মেহেদী হাসান মিরাজ
‘এটা আমাদের অনেক লম্বা সফর। লম্বা এই সফরটা যেন আমরা ভালোভাবে শেষ করে আসতে পারি, দোয়া করবেন। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার।’

মোহাম্মদ মিঠুন
‘প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, অনেক রোমাঞ্চিত, সেটা বলব না। আমরা আমাদের দিকে শতভাগ চেষ্টা করব। আগে যে ভুল করেছি, সেটা করা যাবে না। দেশের মানুষের কাছে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন এবং আস্থা রাখবেন।’

সাইফউদ্দীন
‘আমাকে যেহেতু বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে, আমি চেষ্টা করব টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে।’

রুবেল হোসেন
‘বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছি আমরা। অবশ্যই আমাদের লক্ষ্য সেমিফাইনালে খেলা। আমাদের সবার এই আত্মবিশ্বাস আছে যে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি।’

তাসকিন আহমেদ
‘যাচ্ছি আয়ারল্যান্ড সফরের জন্য। দোয়া করবেন যেন আয়ারল্যান্ডে ভালো খেলে বিশ্বকাপ দলে সুযোগ পাই।’

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top