মহারাষ্ট্রে পুলিশের গাড়িতে ভয়াবহ হামলা : ১৫ কমান্ডো আহত

ভারতের মহারাষ্ট্রে এবার পুলিশের গাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে মাওবাদীরা। আইইডি বিস্ফোরণের মাধ্যমে তারা এ হামলা চালায়। এতে অন্তত ১৫ জন কমান্ডো গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

মহারাষ্ট্র পুলিশ জানায়, বুধবার মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটালে পুলিশ সদস্যরা আহত হন।

এর আগে একই স্থানে মঙ্গলবার গভীর রাতে রাস্তা নির্মাণের ৫০টি গাড়িতে আগুন লাগিয়ে দেয় মাওবাদীরা। রাস্তা তৈরি মেশিনের সাথে পুড়িয়ে ফেলা হয় বেশ কিছু সাধারণ গাড়িও। গড়চিরৌলির কুরখেদা তালুকের দানাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। সে কারণে রাস্তার ওপরেই রাখা হয়েছিল জেসিবি মেশিন ও বেশ কিছু গাড়ি। সাথে ছিল সিমেন্ট ও পাথর বহনকারী ট্রাকও। সেই গাড়িগুলোতেই আগুন ধরিয়ে দেয় মাওবাদীরা। একই সাথে কাছাকাছি অবস্থানে থাকা পিচ ও কয়লা গলানোর কারখানাতেও হামলা চালায় মাওবাদীরা। ওই হামলায় কারখানায় ১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে দাবি করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গড়চিরৌলির গোটা এলাকাই মাওবাদী অধ্যুষিত। স্থানীয়দের সূত্রে জানা গেছে, যখন এখানে রাস্তা তৈরির কাজ শুরু হয়, তখন মাওবাদীদের পক্ষ থেকে কোনো বাধা আসেনি। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে তারা এলাকাতে আক্রমণের পরিমাণ ও তীব্রতা অনেকখানি বৃদ্ধি করেছে।

এর আগে এপ্রিল মাসের ১০ তারিখেই প্রথম দফা হামলা চালিয়েছিল মাওবাদীরা। সে সময় আইইডি বিস্ফোরণে আধা-সামারিক বাহিনী সিআরপিএফের জওয়ানরা আহত হন। তারও একদিন আগেই দান্তেওয়াড়াতে বিজেপি কনভয়ে ভয়াবহ হামলা চালায় মাওবাদীরা। সেখানে বিজেপি বিধায়কও ছাড়াও জিআইজি পি সুন্দর রাজ পাঁচ পুলিশ সদস্য নিহত হয়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top