চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে দুই মাস সব ধরনের মাছ আহরণ নিষেধাজ্ঞা শেষে আজ থেকে জেলেরা আবার মাছ ধরা শুরু করেছে। জেলেরা তাদের নৌকা নিয়ে দীর্ঘ দিন পর হাসি মুখে নদীতে নেমেছে। শুরু হয়েছে জেলেদের মাঝে মাছধরার উৎসব।
এখন নদীর পুরো বুক জুড়ে থাকবে শুধু জেলে আর নৌকা। আবারো সরগরম হয়ে উঠবে জেলেপাড়াগুলো। দূরদূরান্ত থেকে ক্রেতারা ইলিশের বাড়ী চাঁদপুরে আসবে তাজা ইলিশ কিনতে। আবারো ইলিশ ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠবে দেশের সর্ববৃহৎ ইলিশের আড়ৎ চাঁদপুরে।
এ দু’মাস নিষেধাজ্ঞা চলাকালে সরকারের পক্ষ থেকে জেলেদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল দেয়া হয়েছে। এছাড়াও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
পদ্মা-মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম কর্মসূচি চলাকালে চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১শ’ কিলোমিটার মেঘনা নদীতে সব ধরনের প্রকার মাছ ধরা ও আহরণ নিষিদ্ধ ছিল।