সেন্টার কালচারাল মুসলমান ইল দো ফ্রান্স-এর মাদরাসা সেকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে গত রোববার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, ইসলামি সঙ্গীত, বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বয়সভিত্তিক কয়েকটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির ছেলে মেয়ে ছাড়াও ফরাসী অনেক ছেলেমেয়ে অংশগ্রহণ করে।
সিসিআইবিএফ এর সভাপতি সিরাজুল ইসলাম সালাহ উদ্দিন সভাপতিত্বে সিসিএমের সভাপতি নুরুল ইসলাম ও মসজিদের ইমাম এবং মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন মুসলমানো দো ৯৩-এর সেক্রেটারি জেনারেল মুহাম্মদ হেনিস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আবুল খায়ের, মাদরাসা পরিচালক কামরুল হাসান ও মসজিদ সেক্রেটারী খন্দকার হোসেন ও সম্মানিত অভিভাবকবৃন্দ।