গাজীপুরে নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে মঙ্গলবার একটি মার্কেট থেকে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নিরাপত্তা প্রহরীর নাম দুলাল মিয়া (৬০)। তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মনিপুরা এলাকার মৃত জবেদ আলীর ছেলে।

জিএমপি’র কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ এলাকায় দ্বিতীয় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে স্থানীয় কাউন্সিলর দুলাল হোসেনের মার্কেটে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি করতেন দুলাল মিয়া। এলাকাবাসী মঙ্গলবার ওই মার্কেটের টিনের চালের ধরণার সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দুলাল মিয়ার লাশ ঝুলতে দেখে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে- পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top