নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জিডিপি দিয়ে কোনভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিমাপ করা যায় না। অর্থনৈতিক উন্নয়ন সম্পূর্ণ আলাদা। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শ্রমিকরা হার ভাঙ্গা পরিশ্রম করে দেশে টাকা পাঠাচ্ছেন, আর সরকার বড় গলা করে বলে বেড়াচ্ছেন জিডিপি বৃদ্ধি পাচ্ছে। জিডিপি যদি বেড়েও থাকে তবে এখানে সরকারের অবদান কি??
আজ ৩০ এপ্রিল (মঙ্গলবার) জাতীয় প্রেসক্লাবে আওয়াজ কতৃক আয়োজিত উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/ ‘নুসরাত’ একটি প্রতিবাদ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়াজ এর সভাপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান বেগম সেলিনা রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এছাড়াও বক্তব্য রাখেন, আওয়াজ এর সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক, সৈয়দ ফাতেমা সালাম, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, অধ্যক্ষ রফিকা আফরোজ প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না বলেন, এদেশে যে মাত্রায় সম্পদশালী ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পায় তার চাইতে বহুগুণ বেশি দারিদ্র্য জনসংখ্যা বৃদ্ধি পায়। তিনি বলেন, সবচেয়ে বড় কথা হলো, আপনি ভালো আছেন? এই প্রশ্নের উত্তর যদি না হয় তবে উন্নয়নের কপালে লাথি মারুন।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে ৯ কিলোনিটার সেতু নির্মাণ করতে ১১০০ কোটি টাকা ব্যয় হয়। আর আমাদের ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে ব্যায় হয় ৪০ হাজার কোটি টাকা।
তিনি বলেন, এই পদ্মাসেতু প্রকল্প থেকে সরকার কৌশলে বিশ্বব্যাংককে তাড়িয়ে দিয়েছে। কারণ বিশ্বব্যাংকের মাধ্যমে এ কাজ হলে প্রতিটি টাকার হিসেব দিতে হতো।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোন ধর্ষক ছাড় পাবে না। কিন্তু তনু থেকে নুসরাত কেউতো বিচার পাচ্ছে না।
এসময় তিনি বলেন, সরকার আজ ক্ষমতা ছেড়ে দিলে রাজপথে কথা বলার জন্য কাল কোন কর্মী খুঁজে পাবে না।