মধ্যপ্রাচ্যে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের দাম কয়েকগুণ কমাতে ব্যাপক পদক্ষেপ

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে নিত্যপণ্যে শুরু হয়েছে দাম কমানোর প্রতিযোগিতা।

কিছু কিছু পণ্যে সংযুক্ত আরব আমিরাতে ৫০ শতাংশের ওপরে মূল্যছাড় ঘোষণা করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

জানা যায়, রমজান শুরু হওয়ার এক সপ্তাহ আগে বাজারে মূল্যছাড় শুরু হবে। এসব মূল্যছাড়ের পণ্যের মধ্যে চাল থেকে শুরু করে তেল, ডাল, চিনি, জুস ও আরো বিভিন্ন প্রয়োজনীয় পণ্য রয়েছে। ভোক্তা সুরক্ষা বিভাগের প্রধান হাশিম আল নুয়ামি বলেন, পুরো রমজান মাসজুড়ে বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ মূল্যছাড় থাকবে।

দেশটির অধিকাংশ বড় বড় মার্কেট, সুপারশপ, খাদ্য ও নিত্যপণ্যের দোকানগুলোতে লাগানো হয়েছে বিশেষ মূল্যছাড় সম্পর্কিত নানা রকম পোস্টার। এছাড়া কেউ যাতে কোনো পণ্যের দাম বাড়াতে না পারে তা খতিয়ে দেখতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে দেশটিতে। খালিজ টাইমস।

নিত্য প্রয়োজনীয় ৫০০টি পণ্যের দাম কমিয়েছে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এসব পণ্যের দাম রমজানের শেষ পর্যন্ত কম থাকবে।

দাম কমানো পণ্যের মধ্যে রয়েছে আটা, চিনি, চাল, পাস্তা, হরি, তেল, শাক-সবজি, ফল, দুধ, ট্যাংক, খেজুরসহ অন্যান্য খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী, যেগুলোর চাহিদা রমজান মাসে কয়েকগুণ বেড়ে যায়। এরই মধ্যে এসব পণ্য সরবরাহকারীদের সঙ্গে সমন্বয় করে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট দামে এসব পণ্য সরবরাহের ব্যবস্থা করেছে মন্ত্রণালয়।

প্রতি বছরই রমজানের পূর্বে নিত্যপণ্যের দাম কমায় কাতার সরকার। এছাড়া ইফতার ও সেহরিতে বিশেষ খাবারের ব্যবস্থা করে দেশটির বিভিন্ন সরকারি-বেসরকারি কর্তৃপক্ষ। রমজান উপলক্ষে ব্যবসায়ীরাও দাম সহনীয় পর্যায়ে রাখতে এগিয়ে আসেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top