পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পুরো উপমহাদেশের শান্তি এবং স্থিতিশীলতার প্রধান অন্তরায় ইসলামাবাদের সাথে নয়াদিল্লির সম্পর্ক। লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলে দিল্লির সঙ্গে একটি ‘সভ্য সম্পর্ক’ স্থাপন করা যাবে বলে তিনি আশাবাদী বলে জানিয়েছেন ইমরান।
সীমান্তবর্তী দেশগুলো নিয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে যা হচ্ছে তাতে আমাদের সীমান্তে সমস্যা হচ্ছে। তাই আমরা সেখানে শান্তিপূর্ণ এলাকা তৈরি করার চেষ্টা করছি। ইরানের সাথেও আমরা সুসম্পর্ক গড়ার পথে হাঁটছি।
আমাদের সমস্যার জায়গা একটাই, তা হল ভারতের সঙ্গে সম্পর্ক। আশা করছি, সে দেশের লোকসভা নির্বাচনের ঝামেলা কেটে যাওয়ার পর নয়াদিল্লি সাথেও সভ্য সম্পর্ক গড়ে তোলা যাবে।
এর কিছুদিন আগে অবশ্য ইমরান খান বলেছিলেন, ভারতের ক্ষমতায় মোদি তথা নরেন্দ্র মোদি এলেই ভালো। কারণ, সেক্ষেত্রে কাশ্মির সমস্যা নিয়ে তুলনামূলক সহজে সমাধানের পথে হাঁটা যাবে।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের পর নরেন্দ্র মোদিকে অনেকেই পাকিস্তানের দালাল পর্যন্ত উল্লেখ করে বলেন, নইলে চিরশত্রু পাকিস্তানের প্রধানমন্ত্রী তার পক্ষে কেন সাফাই গাইতে যাবেন?