ঢাকাTuesday , 30 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সংসদে শপথ নিচ্ছেন মির্জা ফখরুল

Link Copied!

আজ অথবা কাল সংসদে শপথ নিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে বিএনপির ৫ এমপি শপথ নিয়েছেন। শপথ নেয়ার পর দলটির পক্ষ থেকে বলা হচ্ছে তারেক রহমানের নির্দেশেই শপথ নিচ্ছেন দলটির এমপিরা।

ইতোমধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির পাঁচ এমপি সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন। সোমবারের (২৯ এপ্রিল) বৈঠকে মাগরিবের নামাজের বিরতির পর ৭টা ৪০ মিনিটে তারা অধিবেশন কক্ষে যোগ দেন। এর আগে এদিন বিকাল পৌনে ৬টায় বিএনপির নির্বাচিত ছয়জনের মধ্যে চারজন এমপি হিসেবে শপথ নেন।
এই চারজন হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার ভুঁইয়া, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশিদ এবং বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন। আর গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ শপথ নেন।

এদিকে, বিএনপির নির্বাচিত ছয়জনের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও শপথ নেননি। জানা গেছে, অসুস্থতার জন্য সময় চেয়ে তিনি স্পিকারকে চিঠি দিয়েছেন।

সংবিধানের বিধান অনুসারে সোমবার (২৯ এপ্রিল) একাদশ নির্বাচনে বিজয়ী সবার শপথ নেওয়ার শেষ সময় ছিল। বিএনপির এমপিরা ছাড়া বাকি সবাই আগেই শপথ নিয়েছেন। তবে স্পিকার চাইলে যথার্থ কারণে শপথের সময় বাড়াতে পারেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।