আমাদের মাতৃভূমি বাংলাদেশ। এই বাংলাদেশকে অর্জন করতে প্রাণ দিয়েছে ৩০ লাখ মানুষ। আমাদের পূর্ববর্তী প্রজন্ম রক্তের দামে কিনেছে বাংলাদেশ। সবুজ ছড়িয়ে রয়েছে আমাদের মাতৃভূমির পুরোটা জুড়েই। আর লাল আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতীকী রং। তাই লাল-সবুজ বাংলাদেশের প্রতীক। আমাদের জাতীয় পতাকাও সবুজ লালে তৈরী। এই পতাকাই বিশ্বের দরবারে পরিচয় করায় লাল সবুজে ঘেরা অামাদের প্রিয় বাংলাদেশকে।
কিন্তু এসব উপেক্ষা করে বাংলাদেশ জাতীয় দলের বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়েছে । অালাদা ভাবে লাল এবং সবুজ- দুটি রংয়ের জার্সি নিয়ে বিশ্বকাপে যাবে টাইগাররা। অার এ জার্সিগুলো কোনভাবেই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে না। অামার যেটা মনে হয়, জার্সি দুটি আয়ারল্যান্ড-পাকিস্তান কিংবা জিম্বাবুয়ের জার্সির মতো লাগছে। এতে লাল-সবুজের মিশ্রণ নেই। সামাজিক গণমাধ্যমেও এ নিয়ে চলছে বিরূপ প্রতিক্রিয়া। অামাদের তরুণ সমাজের দাবি এ জার্সি বাদ দিয়ে ক্রিকেটে লাল-সবুজের মিশ্রণের জার্সি চাই।
লেখক:
শিক্ষার্থী ও সাংবাদিক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ