ঢাকাMonday , 29 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে পুলিশের ওপর বোমা হামলা

Link Copied!

রাজধানীর মতিঝিল থানাধীন বঙ্গবন্ধু অ্যাভিনিউ এলাকায় কর্তব্যরত পুলিশের ওপর বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে দুই ট্রাফিক পুলিশ ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কারা এবং কেন এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার মিশু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে  বলেছেন, ‘আমাদের দুই ট্রাফিক পুলিশসহ তিনজন আহত হয়েছেন। কে বা কারা তাদের ওপর ককটেল হামলা করেছিল। আমরা হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি।’

এ প্রসঙ্গে পুলিশের অপর এক কর্মকর্তা জানান, ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে তারা ধারণা করছেন। তবে অন্যান্য বিষয় আমলে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শিবলী নোমান  বলেন, ‘ঘটনা আছে। সেটি নিয়ে আমরা কাজ করছি। তথ্য পরে দেওয়া হবে।’ সূত্রঃ বাংলা ট্রিবিউন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।