সাকিব দেশে এসেছে পত্রিকায় পড়েছি, জানিও না: পাপন

সাকিব আল হাসান দেশে ফিরেছেন রোববার, অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তা জানেন না। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিসিব সভাপতি।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য জাতীয় দলের জার্সি উন্মেচন অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন অধিনায়ক মাশরাফিসহ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ১৪ জন ক্রিকেটার। বিশ্বকাপ স্কোয়াডে থাকা একমাত্র সাকিবই ছিলেন অনুপস্থিত ।

জার্সি উন্মেচন অনুষ্ঠানে এসে সাকিবের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নাজমুল হাসান পাপন বলেন, ‘দুঃখজনক, আর কী বলব, আজ আমি (ক্রিকেট বোর্ডে) এসেই জিজ্ঞাস করেছি। এমনকি আমি যখন স্টেডিয়ামে ঢুকি তখন তাকে (সাকিবকে) ফোন করেছিলাম। জিজ্ঞেস করলাম- কোথায় তুমি? বলল- আমি তো চলে এসেছি। ও যে দেশে এসেছে আমি জানিও না, পত্রিকায় পড়েছি।

সাকিব বলল, আপনার বাসায় আসব রাতে। আমি বলেছি, এখন একটু দেখা হোক। বলল, আমি তো বেরিয়ে গেছি।’

সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমার মনে হয় টিমের অন্যরা (সাকিবের) এত দিনে অভ্যস্ত হয়ে গেছে। যাই হোক, এছাড়া আর কী বলব। আমি মনে করি এটা সাকিবের জন্য দুর্ভাগ্য। বিশ্বকাপ টিম যাচ্ছে এটার সঙ্গে যে থাকতে পারল না, সেটা আমি মনে করি ওরই কপাল খারাপ।’

সাকিবের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে বোর্ড সভাপতি বলেন, ‘বিশ্বকাপ খেলতে টিম যখন পরশু চলে যাচ্ছে তাই এটা নিয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top