উকিল আবদুস সাত্তারের শপথ নিয়ে যা জানালেন রিজভী

বিএনপি থেকে নির্বাচিতদের জোর করে শপথ গ্রহণ করিয়ে বৈধতা পাওয়া যাবেনা মন্তব্য করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া গত শনিবার তার এলাকায় বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতিবিনময় সভা করছিলেন।

তিনি যখন ঘোষণা দেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে শপথ নিবেন না তারপরই সরকারের একটি সংস্থার কয়েক ব্যক্তি উকিল আবদুস সাত্তারকে সেই সভা থেকে নিরিবিলি কথা বলার জন্য নিয়ে যেতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। বিকেলে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

ওই সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সেখান থেকে উকিল আবদুস সাত্তারকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে তারা সফল হয়নি। কেবল উকিল আবদুস সাত্তারই নন, অন্য এমপিদেরও চাপ দেয়া হচ্ছে শপথ নিতে।

রিজভী বলেন, ভোটার বিহীন মিডনাইটের সংসদকে বৈধ করতে বিএনপি থেকে নির্বাচিতদের জোর করে শপথ গ্রহণ করিয়ে বৈধতা পাওয়া যাবেনা। ৩০ ডিসেম্বর কোনো নির্বাচনই হয়নি। ভোট দিতে পারেননি দেশের ভোটাররা। জনগণ এই নির্বাচন এবং তথাকথিত সংসদকে প্রত্যাখ্যান করেছে।

সুতরাং এমপি ভাগিয়ে এনে বৈধতা নেয়ার অপচেষ্টা করে বৈধতা পাওয়া যাবেনা। জনগণের কাছে আরো ধিকৃত হতে হবে। এই মিডনাইট ভোটের কলঙ্ক মুছতে হলে অতি দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top