১৯৯৮ সালে ঢাকার ডেমরা থানায় দায়ের করা একটি হত্যা মামলার বিচারকাজ এখনো শেষ না হওয়ায় তার ব্যাখ্যা দিতে ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ৮ মে সংশ্লিষ্ট মামলার নথিসহ তাকে স্বশরীরে আদালতে হাজির হতে বলা হয়েছে।আজ
সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একটি মামলার এক আসামির জামিন আবেদন শুনানিকালে এই আদেশ দেন আদালত।
সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, ১৯৯৮ সালের ডেমরা থানায় দায়ের করা হযরত আলী হত্যা মামলার আসামি হেমায়েত ওরফে কাজল ওরফে কানন জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন। আজ জামিন শুনানির সময় ১৯৯৮ সালের মামলার বিচারকাজ শেষ না হওয়ার বিষয়টি আদালতের নজরে আসে। দীর্ঘ দিনেও মামলাটির বিচাকাজ শেষ না হওয়ায় ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লবকে তলব করেছেন। আগামী ৮ মে তাকে মামলার নথিসহ হাজির হতে বলা হয়েছে।
কারাবন্দী আসামি হেমায়েতের জামিন নিয়েও ওই দিন শুনানি হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রশিদ মিয়া বাদশা।