প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। তিনি আরো বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের ব্যবস্থা থাকায় এখানে কেউ জাল ভোট দিতে পারবে না।
সোমবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
কে এম নুরুল হুদা বলেন, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নেয়ায় নির্বাচনে ভোটারদের উপস্থিতি কম হচ্ছে। তবে এ নির্বাচনে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে প্রার্থীদেরও দায়িত্ব রয়েছে। তিনি বলেন, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ করতে নির্বাচন সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি। সবাই আশ্বাস দিযেছে, সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ।
ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার এএইচএম লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, এনআইডি প্রকল্পের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, যুগ্ন সচিব ফরহাদ আহম্মেদ খান, ময়মনসিংহ জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামান, সিটি কর্পোশেনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেনসহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী ৫ মে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।