বগুড়া জেলা বিএনপির আহবায়ক ভিপি সাইফুল, যুগ্ম আহবায়ক চাঁন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা কমিটির সভাপতি ভিপি সাইফুল ইসলামকে আহবায়ক ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁনকে যুগ্ম আহবায়ক ( সদস্য সচিব) করে ৪৫ সদস্য বিশিষ্ট বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটি নির্বাচিত করা হয়েছে। সোমবার দুপুরে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপির সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক এমপি অ্যাডভোকেট একেএম হাফিজুর রহমান এ কমিটি ঘোষণা করেন। সভায় প্রথমে জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বাছেদ আহবায়ক পদে ভিপি সাইফুল ইসলামের নাম প্রস্তাব করেন। এ পদে অন্য কারো নাম প্রস্তাব না হওয়ায় নির্বাচন পরিচালনা কমিটি তাকে বিজয়ী ঘোষণা করে। অনুরূপভাবে যুগ্ম আহবায়ক (সদস্য সচিব) পদে জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার আজফারুল হাবিব রোজ জয়নাল আবেদীন চাঁনের নাম প্রস্তাব করেন। তিনি ছাড়া অন্য কেউ না থাকায় তাকে বিজীয় ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির অপর দু’সদস্য ছিলেন বিএনপি নেতা অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল ও অ্যাডভোকেট আজিজুর রহমান বকুল।

আহবায়ক কমিটি জেলা বিএনপির পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানান নতুন আহবায়ক ভিপি সাইফুল ইসলাম। এর আগে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভা শুরু হয়। শুরুতে গত কয়েক বছরে জেলা বিএনপির মরহুম সদস্যদের জন্য শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাত করা হয়।

সভায় ভিপি সাইফুল ইসলাম বলেন, যারা বিগত ১০ বছর দলের কর্মকাণ্ডে ছিল না তারা খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা বিভিন্ন সময় তাদের সম্মানহানি করেছে এবং এখনো ষড়যন্ত্র করছে। তাদেরকে ঐক্যবব্ধভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের মামলা ও সাজা প্রত্যাহরের জন্য রাজপথে কঠোর আন্দোলনের শপথ নিতে হবে। এরপর সভায় আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। সভায় বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস ও শাহ মেহেদী হাসান হিমুর সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চেয়ারপারসনের প্রতি অনুরোধ জানানো হয়। সভায় নির্বাহী কমিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক (সদস্য সচিব) জয়নাল আবেদীন চাঁন, লাভলী রহমান, আব্দুর রহমান, ডাক্তার মামুনুর রশিদ মিঠু, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, সিপার আল বখতিয়ার, আব্দুল ওয়াদুদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, দেলোয়ার হোসেন পশারী হিরু, আলী মুর রাজি তরুণ, আব্দুল মুহিত তালুকদার, শামছুল হক রোমান, মোর্শেদ মিল্টন, শরাফত জামান পাশা, ডাক্তার আজফারুল হাবিব রোজ, তৌহিদুল ইসলাম বিটু, সাইফুল ইসলাম সাইফ, মাফুজুর রহমান রাজু, ফজলুল হক উজ্জল, মাসুদ রানা প্রমুখ।

শেষে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম সভার সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top