তুরস্কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চেক রিপাবলিক জাতীয় দলের স্ট্রাইকার জোসেফ সুরাল। দুর্ঘটনায় আহত হওয়ার পর হাসপাতালে তার মৃত্যু হয়। সুরাল তুরস্কের একটি ক্লাবের হয়ে খেলছিলেন।
তুরস্কের অ্যালায়না শহরের ফুটবল ক্লাব আয়তেমিজ অ্যানালাইসপোরের হয়ে খেলতেন জোসেফ সুরাল। রোববার খেলা শেষে ফেরার পথে ছয় সতীর্থসহ ক্যারিস্পোরে দুর্ঘটনাটি ঘটে। সবাইকে ক্যারিস্পোরের একটি হাসপাতালে ভর্তি করা হলে, সুরাল হাসপাতালে মারা যায়।
রোববার ক্যয়সারিসপোর থেকে খেলা শেষে ফেরার পথে এই দুর্ঘটনায় আহত আরো ছয় ফুটবলার হাসপাতালে ভর্তি আছেন। ম্যাচ শেষে তুর্কি সুপার লিগের ক্লাব আয়তেমিজ অ্যালানিস্পোরের ৭ ফুটবলার একটি মিনিবাস ভাড়া করে ক্লাবে ফিরছিলেন। এসময় পথে দুর্ঘটনায় পড়ে গাড়িটি। অন্য খেলোয়াড়রা ফিরেছেন টিম বাসে।
ক্লাবের চেয়ারম্যান হাসান ক্যাভুসোগ্লু দাবি করেন, মিনি বাসের চালক গাড়ি চলন্ত অবস্থায় ঘুমিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
অ্যালাইনা শহর থেকে তিন কিলোমিটার দূরে দুর্ঘটনা ঘটে।
ক্লাবের অফিসিয়াল টুইটারে পোস্ট করে বলা হয়, ‘আমরা আন্তরিকভাবে দুঃখিত। গাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় সাতজন খেলোয়াড় আহত হয়, হাসপাতালে নিলে জোসেফ সুরাল মারা যায়।’ ক্যাভুসোগ্লু বলেন, বাকি ছয় ফুটবলারের অবস্থা তেমন গুরুতর নয়।
সুরাল স্পার্তা প্র্যাগ থেকে গত জানুয়ারিতে তুর্কি ক্লাব অ্যানালাসপোরে যোগ দেন। চেপ রিপাবলিক ফুটবল অ্যাসোসিয়েশন সুরালের মৃত্যুতে, ‘আন্তরিক দুঃখ প্রকাশ করে’ এবং বলে, ‘আমরা কখনো তোমায় ভুলবো না।’
চেক রিপাবলিক জাতীয় দলের হয়ে তিনি ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর আগে খেলেছেন বিভিন্ন বয়সভিত্তিক দলেও।