ঢাকাSunday , 28 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আয়ারল্যান্ড সফরের দলে তাসকিন-ফরহাদ

Link Copied!

ভাগ্যের চাকা অবশেষে ঘুরতে শুরু করেছে পেসার তাসকিন আহমেদ ও দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ফরহাদ রেজার কাছে। আসন্ন বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে ত্রিদেশীয় সিরিজের জন্য দলে যোগ দিচ্ছেন এই দুই ক্রিকেটার।

লিগে সবসময় ছন্দে থাকা ফরহাদ রেজা সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ২০১৪ সালে। সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। বল হাতে প্রাইম দোলেশ্বরের হয়ে ১৬ ম্যাচে নিয়েছেন ৩৯ উইকেট। ব্যাট হতে করেন ২০৭ রান। ছন্দে ছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৯ মৌসুমেও।

তাসকিন আহমেদ সর্বশেষ বিপিএল আসরে সিলেট সিক্সার্সের হয়ে ২২ উইকেট নিয়ে ছিলেন শীর্ষ উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে। চোটে না পড়লে বিশ্বকাপ, আয়ারল্যান্ড দুই দলেই হয়তো সুযোগ পেতেন তিনি। দলে জায়গা না পেয়ে সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলেছিলেন তাসকিন।

কিন্তু ১৬ এপ্রিল দল ঘোষণার পর সপ্তাহ দুয়েক না জেতেই সুসংবাদ পেলেন। বিশ্বকাপ দলে সুযোগ না হলেও আয়ারল্যান্ড সফরের দলে ডাক পেয়েছেন ফরহাদ, তাসকিন দুজনই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস প্রধান আকরাম খান রোববার জানিয়েছেন, কোচ স্টিভ রোডস এই দুই ক্রিকেটারকে আয়ারল্যান্ড সফরের দলে চেয়েছেন বলেই নেয়া হচ্ছে।

আয়ারল্যান্ড সফরে তাসকিন ও ফরহাদকে নেয়ার অন্যতম কারণ হলো, প্রিমিয়ার লিগে চোট পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। তারা শতভাগ ফিট নন। দলে দুই প্রধান পেসারের ব্যাকআপ হিসেবেই তারা যাচ্ছেন।

তবে আকরাম খান জানিয়েছেন, বিশ্বকাপের দল অপরিবর্তিতই থাকছে। কোনো খেলোয়াড় চোটে পড়লেই তখন বিশ্বকাপ দলে পরিবর্তন আনার কথা ভাবা হয়েছে। এখন ১৫ সদস্যের দলে পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।