ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোসলেম উদ্দিন (৬৫)। রোববার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার সোহাগী ইউনিয়নের দরিব্র গ্রামের মোসলেম উদ্দিনের সাথে বড় ভাই আজিম উদ্দিন (৭০) এর সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে উভয়ের মাঝে বাড়ির আঙিনায় কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে দুই পরিবারের মাঝে উত্তেজনার সৃষ্টি হলে উভয়পক্ষে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষে ৪জন আহত হয়।এতে দুই ভাই ছাড়াও মোসলেম উদ্দিনের স্ত্রী ও ছেলে শামীম আহত হয়। আহত অবস্থায় মোসলেম উদ্দিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আহম্মেদ কবীর হোসেন জানান, এ ঘটনায় বড় ভাই আজিম উদ্দিনসহ দুই জনেকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।