চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৬

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাকৈরতলায় বাস ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে মা-ছেলেসহ ৬ জন নিহত হয়েছে। রোববার সকাল ৯ টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে হাজীগঞ্জ হতে ঢাকাগামী কর্ডোভা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব ১৪-০৫১১) সাথে মুদাফফরগঞ্জ হতে হাজীগঞ্জগামী নম্বর বিহীন সিএনজি চালিত অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ ৪ জন নিহত হয়।

গুরুতর আহতাবস্থায় ২ জনকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ১ জন ও কুমিল্লা নেয়ার পথে ১ জনের মৃত্যু হয়।

নিহতরা হলো উপজেলার পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রঞ্জিত চন্দ্র মজুমদার (৫২), সাহাপুর গ্রামের ইদ্রিস মিয়ার পুত্র মোঃ আবুল কালাম (৬২) কচুয়া উপজেলার ভবানীপুর গ্রামের মোঃ হাসানের স্ত্রী জান্নাতুল ফেরদাউস (২৭), তার পুত্র রোমান (৮), চক্রা গ্রামের মফিজুল ইসলামের পুত্র ফখরুল ইসলাম (৭৫) ও মোঃ শাহজাহান (৪৫)। নিহতরা সবাই অটোর যাত্রী ছিলেন।

পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top