ঢাকাSaturday , 27 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তান ক্রিকেট দলকে আসতে বারণ করল শ্রীলঙ্কা

Link Copied!

চলতি মাসের শেষেরদিকে শ্রীলংকা সফরে যাবার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। কিন্তু সন্ত্রাসী হামলার কারণে নিজ দেশের বর্তমান পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় পাকিস্তানকে নিজ দেশে আসতে বারণ করে দিলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ফলে পাকিস্তানের যুবাদের শ্রীলঙ্কা সফর পরিত্যক্ত হলো।

গেল রোববার খ্রিস্টানদের বড় ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনের সময় শ্রীলঙ্কার তিনটি গির্জা ও চারটি হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলা করে সন্ত্রাসীরা। ওই হামলায় প্রায় সাড়ে তিন শ’ মানুষ নিহত হয়। এখনো সন্ত্রাসীদের হামলা অব্যাহত রয়েছে। গতরাতেও শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় কালমুনাইয়ে এ ঘটনা ঘটে। শিশুসহ ১৫ জন নিহত হয়েছে।

দেশের এই ভয়াবহ অবস্থায় কোনো ক্রিকেট ম্যাচ আয়োজনের পক্ষে নয় শ্রীলঙ্কা বোর্ড। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে এসএলসি জানায়, ‘অনির্দিষ্টকালের জন্য সফর স্থগিত করা হয়েছে। এসএলসি’র পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারণ আমরা খেলার কোনো সুযোগ তৈরি করতে রাজি নই।’

শ্রীলঙ্কা সফরে দু’টি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচের সূচি ছিলো পাকিস্তানের। ম্যাচগুলোর ভেন্যু ছিল গল ও হাম্বানটোটা। এজন্য ৩০ এপ্রিল কলম্বোর উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিলো পাকিস্তানের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।