সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে শনিবার রাজধানীর নয়া পল্টনস্থ বিএনপি অফিসের সামনে প্রতীকি আনশন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। গণতন্ত্র ও খালেদা জিয়ার মুক্তি আইনজীবী আন্দোলনের ব্যানারে শনিবার বেলা পোনে ১১টা থেকে ১টা পর্যন্ত প্রায় সোয়া দুই ঘণ্টাব্যাপী এ প্রতীকী অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনশনে দেড় শতাধিক আইনজীবী অংশ নিয়ে অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রবীন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচবি রুহুল কবীর রিজভী। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের সভাপতিত্বে অনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন আহমদ, সংগঠনের মহাসচিব এবিএম রফিকুল হক তালুকদার রাজা, বিকল্প ধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, সংগঠনের কো-চেয়ারম্যান আবেদ রাজা, ড. রফিকুল ইসলাম মেহেদী, ফিরোজ শাহ, সুপ্রিম কোর্ট ইউনিটের মহাসচিব আইয়ুব আলী আশ্রাফী, মো: আনিছুর রহমান খান, ওয়াছিল উদ্দিন বাবু, মো: শহিদুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন- মোস্তফা কামাল, মনির হোসেন, মো: মইনুল হক, মাহমুদ হাসান সুমন, আব্দুল মতিন মন্ডল, নাছিরউদ্দিন খান সম্রাট, শহিদুল ইসলাম, কামাল হোসেন, মাসুদুল আলম, আবদুল কুদ্দুস, এএইচ এম নাছির আলী, আহসান হাবীব রিটন, শফিউর রহমান শাফি, মাসুদ রানা, মাহবুবুর রহমান দুলাল, গোলাম রসুল বকুল, আহসান উল্লাহ, কামরুজ্জামান সেলিম, নাহিদ সুলতানা, মুক্তার হোসেন, ইউসুফ খান টিপু আবদুল হামিদ খান ভাসানী, আজিজুর রহমান মোল্লা, নুরুল আমিন মাসুম, ওমর ফারুক নয়ন, শামসুজ্জামান খোকন সামাদ মোল্লা, মো: শরিফুল ইসলাম শিপলু প্রমুখ।