ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার ও স্যানিটেশন ব্যাবস্থার সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় উৎপাদক নলকুপ স্থাপন কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। শনিবার দুপুরে পৌর এলাকার ধামদীতে ওই নলকুপ স্থাপন করা হয়।
জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ওই প্রকল্পের আওতায় ২টি গভীর নলকুপ স্থাপন করার জন্যে ৮৯লাখ টাকা বরাদ্দের মাধ্যমে টেন্ডার আহবান করা হলে এস এন এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ গ্রহণ করেন। এই নলকুপ ২টি উৎপাদনে আসলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার প্রায় ৫ হাজার পরিবারের সুপেয় পানি সর্বরাহ করা সম্ভব হবে। এতে পৌর নাগরিকদের দীর্ঘদিনের সুপেয় পানির সমস্যা সমাধান হবে বলে জানান পৌর মেয়র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর প্রকৌশলী আবুল কায়সার তালুকদার, এস এন এন্টারপ্রাইজের প্রোপাইডার মনির হোসেন, পৌর প্রকৌশলী উত্তম কুমার দাস, পৌর কাউন্সিলর আব্দুল হোসেন, আব্দুল মোতালেব, শহিদুল ইসলাম, তোফাজ্জল হোসেন, রোশন আলী, লাইলি বেগম প্রমুখ।