মাশরাফি বিন মুর্তজাকে আসন্ন বিশ্বকাপ ক্রিকেট আসরের সেরা অধিনায়ক মনে করছেন, পাকিস্তানের সাবেক ক্রিকেটার স্পিডস্টার শোয়েব আখতার। ২৪ এপ্রিল, ২০১৯ সালের বিশ্বকাপ নিয়ে পিটিভি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
১০ দলের অংশগ্রহণে, ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশকে মানছেন শোয়েব। সেই দলটিকেই নেতৃত্ব দেবেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফি। মাশরাফি ছাড়া এই আসরের কেউ দুইবার বিশ্বকাপ দলের নেতৃত্ব দিচ্ছেন না। টাইগার অধিনায়ক ২০১৫ সালের বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে গেছেন কোয়ার্টার ফইনালে। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অধীনে খেলে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ এবং এশিয়া কাপে নিয়ে যান দলকে ফাইনালে।
পিটিভি স্পোর্টসের সাক্ষাতকারে শোয়েব বলেন, ‘আমার মতো; ইংল্যান্ড বিশ্বকাপে সেরা অধিনায়ক মাশরাফি। তবে টাইগারদের উচ্চভিলাষী হওয়া যাবে না। নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। তা হলেই বিশ্ব মঞ্চে ভালো করবে তারা।’
৩০ মে থেকে বসবে আসন্ন বিশ্বকাপ আসর। ২ জুন দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ