শ্রীলঙ্কায় সন্ত্রাসীদের সাথে যৌথবাহিনীর সংঘর্ষে ১৫ জন নিহত

শ্রীলঙ্কায় আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এতে ছয় সন্ত্রাসীসহ ১৫ জন নিহত হয়েছে। গত ইস্টার সানডেতে তিন গির্জা ও তিন হোটেলসহ আট স্থানে হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। এ হামলা দায় স্বীকার করেছিল সশস্ত্র গোষ্ঠী আইএস। এরই প্রেক্ষিতে তাদের ঘাঁটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার গভীর রাতে আইএসের ঘাঁটিতে অভিযান চালায় শ্রীলঙ্কার সেনা-পুলিশের যৌথবাহিনী। ঘণ্টাখানেক দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে আইএসের তিন সন্ত্রাসীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে যৌথবাহিনী। এ সময় ছয় শিশুসহ মোট ১৫ জন নিহত হয়।

যৌথবাহিনী জানায়, শুক্রবার গভীর রাতে কলম্বো থেকে ৩৭০ কিলোমিটার দূরে কালমুনাইয়ে অভিযান চালায় তারা। সেখানেরই একটি নির্মাণাধীন বাড়িতে আশ্রয় নিয়েছিল আইএস সদস্যরা। খবর পেয়ে যৌথবাহিনী পুরো বাড়ি ঘিরে ফেলে।

তাদের উপস্থিতি টের পাওয়া মাত্রই আইএস সন্ত্রাসীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে তিন আত্মঘাতী বোমারুকে কোণঠাসা করে ফেলে যৌথবাহিনী। এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে আত্মঘাতী বোমাহামলাকারী বিস্ফোরণে নিজেদেরই উড়িয়ে দেয়। সেই বিস্ফোরণে ওই বাড়ির ভিতরে থাকা তিন মহিলা ও ছয় শিশুর মৃত্যু হয়। বাকি তিনজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে যৌথবাহিনী।

গত ২১ এপ্রিল ধারাবাহিক বিস্ফোরণের পরই দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসীদের দমন অভিযানে নামে সেনা। পুরো দেশে প্রায় সাড়ে ৬ হাজার সেনাকে এ অভিযানে নামানো হয়েছে বলে শুক্রবারই জানিয়েছিলেন সেনা মুখপাত্র সুমিত আতাপাত্তু। আর কোনো আত্মঘাতী বোমারু লুকিয়ে আছে কি না খুঁজে বার করতে অভিযানে নামে যৌথবাহিনী।

শুক্রবারই প্রশাসনের কাছে গোপন সূত্রে খবর আসে, রাজধানী থেকে ৩৭০ কিলমিটার পূর্বে কালমুনাইয়ে আইএস-এর বেশ কয়েক জন আত্মঘাতী বোমারু জড়ো হয়েছে। খবর পাওয়ামাত্রই রাতের অন্ধকারে অভিযান চালায় যৌথবাহিনী।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top