ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাহফুজ উল্লাহ’র মেয়ে ডা: নুসরাত হুমায়রা মেঘলা জানিয়েছেন, আজ ব্যাংকক সময় ১১টা ৫ মিনিটে তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডা: মেঘলা বামরুনগ্রাদ হাসপাতালে রয়েছেন।
সাংবাদিক ব্যক্তিত্ব মাহফুজউল্লাহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার কিডনীর অবস্থাও ছিল বেশ শোচনীয়। কখন বা কবে লাশ দেশে আনা হবে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারননি ডা. মেঘলা।
এদিকে সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ’র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক জানিয়েছেন।
গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। সেখানে কয়েকদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরে গত ১১ এপ্রিল তাকে উন্নত চিকিসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার চিকিৎসা চলছে। এরই মধ্যে রোববার তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পরেছিল। পরে জানা যায়, মাহফুজ উল্লাহ বেঁচে আছেন।