ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ‘রসগোল্লা’ পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই রসগোল্লা হবে কাদা আর পাথর দ্বারা তৈরী, যা খেতে গেলে মোদীর দাঁত ভেঙ্গে যাবে।
এর আগে ২২ এপ্রিল, মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেয়া এক সাক্ষৎকারে বলেন, ‘শুনতে হয়তো অবাক লাগতে পারে, এখন ভোটের সময় হয়তো এটি আমার বলা উচিত নয়, মমতা দিদি এখনো আমাকে উপহার পাঠান। তার কাছ থেকে বছরে এক বা দুটি পাঞ্জাবি পাই। এখনো বছরে তিন-চারবার উপহার পেয়ে থাকি।’
শুক্রবার মোদীর এই দাবির জবাবে মমতা বলেন, ‘তিনি মোদীকে বাংলার রসগোল্লা পাঠাবেন। তবে ছানা কিংবা স্পন্সের তুলতুলে রসগোল্লা নয়, যা মুখে দিলে মিলিয়ে যাবে। মমতা বলেন, আমি মোদীকে রসগোল্লা পাঠাবো। তবে, তার ভিতরে থাকবে কাদা আর স্টোনচিপস (পাথর)। যেমনভাবে লাড্ডুতে কাজুবাদম থাকে। তেমনি, একটা কামড় দেবে, দাঁত ভেঙ্গে পড়ে যাবে। এরকম মিষ্টি আমি পাঠাবো এক্সপায়ারি প্রধানমন্ত্রীকে।’