শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনায় ময়মনসিংহে খ্রীস্টান ধর্মালম্বীসহ বিদেশী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরী জুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ ময়মনসিংহ।
বৃহস্পতিবার মময়মনসিংহ জেলা পুলিশ সুপার,জনার মোঃ শাহ আবিদ হোসেন নগরীর ভাটিকাশর খ্রীস্টান ধর্মালম্বীদের উপসনালয় গীর্জা ও হোলি ফ্যামিলী স্কুল পরিদর্শন করে বিভিন্ন খোজ খবর নেন। এছাড়াও ময়মনসিংহে বিভিন্ন দেশের বিদেশী নাগরিকদের নিরাপত্তার জন্য নগরীর বিভিন্ন জায়গা পরিদর্শ ও বিদেশী নাগরিকদের খোজ খবর নেন।
এ সময় তিনি বলেন, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সতর্কতার সাথে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে সব ধরনের অপকর্ম রুখতে ব্যাপক ভূমিকা পালন করেছে পুলিশ বাহিনী। শ্রীলঙ্কার ঘটনায় ময়মনসিংহে কোনও ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলতে দেয়া হবে না। সুত্র : জেলা পুলিশের ফেসবুক