চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিয়ন্ত্রণহীন চাঁদের গাড়ির চাপায় ঘরে ঘুমন্ত চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।
আজ বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে ইসলামপুর-গাবতল সড়কের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোহাম্মদ জাফর, মো: আব্দুল মোনাফ, মো: নাজিম উদ্দিন ও মো: রিয়াজ। গুরুতর আহত হয়েছেন মো: বেসু মিয়া ও মো: নাজিম। হতাহতদের বাড়ি নোয়াখালি জেলার হাতিয়ায় বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জনৈক হাসান কোম্পানির মালিকানাধীন ইটভাটায় জ্বালানি কাঠবাহী একটি চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ঘরের উপর উঠে যায়। এতে ঘুমন্ত চারজন শ্রমিক ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত হন আরো দুইজন। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া জানান, রাঙ্গামাটি থেকে কাঠবোঝাই জিপটি চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। জিপটি জব্দ করা হয়েছে।