দিল্লি বিমানবন্দরে গতকাল বুধবার গভীররাতে হঠাৎ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার একটি বিমানের পেছনের অংশে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানবন্দরে ৷
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দিল্লি-সানফ্রান্সিকোগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বি ৭৭৭-২০০ এলআর বিমানে আগুন লাগে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগে বিমানের অক্সিলারি পাওয়ার ইউনিটে। তবে দমকলের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়। বিমানে এসি মেরামত করার সময়েই আগুন লাগে । সেই সময়ে বিমানে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে, বুধবার মুম্বfই-কলম্বো-মুম্বfই রুটে নতুন একটি বিমান চালানোর কথা ছিল এয়ার ইন্ডিয়ার। কলম্বোর বোমা বিস্ফোরণের কথা মাথায় রেখে তা আপাতত বাতিল করা হয়।